মাইলস্টোনসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধসহ ৯দফা দাবি জানিয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা।
অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি
কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ/প্রধান শিক্ষক ও গভর্নিং বডি/এডহক কমিটির চেয়ারম্যান ও সদস্যদেরকে মাসিক হারে চাঁদা দিয়ে ম্যানেজ করে কোচিং বাণিজ্য ও শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং-প্রাইভেটের প্রচলন দীর্ঘদিন ধরেই। ক্লাসে পড়াশোনার ঘাটতি, দুর্বল শিক্ষার্থী বা বাড়তি শিক্ষা অর্জনে আগ্রহীদের প্রয়োজন মেটাতেই মূলত এসব কার্যক্রম চলে আসছে। তবে সহায়ক এ কার্যক্রমই বর্তমানে গিলে খাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শিক্ষাকে।